চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম সার্কিট হাউজ সংলগ্ন ভেঙে ফেলা পুরোনো শিশুপার্কের পরিত্যক্ত মাঠেই ১১-১৬ ডিসেম্বর হবে বিজয় মেলা। লটারির মাধ্যমে মেলার স্টল দেওয়া হবে। মেলামঞ্চে থাকবে আলোচনা সভা, সাংস্কৃতিক সন্ধ্যা ও বিজয়ের কথামালা।
শনিবার (৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।
এর আগে গতকাল শুক্রবার চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ও বিজয় মেলা উদযাপন কমিটির আহবায়ক ফরিদা খানম মেলার ভেন্যু পরিদর্শন করেন এবং মেলার আয়োজন কীভাবে হবে সেটির একটি নকশাও দেখেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হক, এনডিসি ফারহানুর রহমান, স্টাফ অফিসার টু ডিসি শাকিব শাহরিয়ার, বিজয় মেলা উদযাপন কমিটির সদস্যসচিব আহমেদ নেওয়াজ, সদস্য নুরুল আবছার মজুমদার স্বপন, হাসান মারূফ রুমী, শাহিন শিরীণ, কাজী মাজহারুল হক, মানিক হোসাইন, আসমা আক্তার, রিয়াদ বিন মাহবুব প্রমুখ।
বিজ্ঞপ্তিতে বলা হয়- স্টল নিতে আগ্রহীদেরকে সার্কিট হাউস থেকে ফরম সংগ্রহ করার অনুরোধ করা যাচ্ছে। ফরম মুল্য ১০০ টাকা। আবেদনকারীদের মধ্যে উম্মুক্ত লটারির মাধ্যমে স্টল বরাদ্দ প্রদান করা হবে ।
৫২ এর ভাষা আন্দোলন, ৬৯ এর গনঅভ্যুত্থান,৭১ এর মুক্তিযুদ্ধ, ৯০ এর গণঅভ্যুত্থান ও ২৪ এর ছাত্রজনতার গণঅভ্যুত্থান এর মূল্যবোধকে সামনে রেখে চট্রগ্রামের সর্বস্তরের সাংস্কৃতিক কর্মী ও শিল্পীদের অংশগ্রহনের জন্য দলীয় সংগীত, একক সংগীত , নাচ , আবৃত্তি শিল্পীদের মেলার সাংস্কৃতিক কমিটির সাথে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
বিজয়মেলার অংশ হিসেবে ১৩ ডিসেম্বর সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এজন্য ফরম সার্কিট হাউজ ও শিল্পকলা একাডেমি থেকে সংগ্রহ করা যাবে বলে জানিয়ে জেলা প্রশাসন।
চাটগাঁ নিউজ/জেএইচ