পড়া হয়েছে: ৫৩
চাটগাঁ নিউজ ডেস্ক: নগরের কাজীর দেউড়ি এলাকার একটি সেমিপাকা বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ওই এলাকার সানমার গলির জসিম উদ্দিনের কলোনিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লাগে।
তবে আগুনে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আধাঘণ্টার চেষ্টায় সম্পূর্ণ নির্বাপণ করে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
এ বিষয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল মালেক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুপুর ২টা ১০ মিনিটের দিকে আগুন নেভাতে সক্ষম হয়।
তিনি জানান, এ আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আনুমানিক দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং আনুমানিক দশ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন