কাউখালীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৫

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙামাটি কাউখালীর বেতবুনিয়ার এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৫ জন যাত্রী আহত হয়েছে।

আজ বুধবার (১৬ এপ্রিল) সকালে ঢাকা থেকে রাঙামাটিগামী রবি এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব-১২-০২০০) এর বাস কাউখালী উপজেলার বেতবুনিয়ার মনাইরটেক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালকসহ ৫ জন যাত্রী আহত হয়।

ঘটনার পর পর পার্শ্ববর্তী রাবার বাগান চেক পোষ্টের পুলিশ ও স্থানীরা বাস যাত্রীদের উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পাঠানো হয়েছে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম সোহাগ জানিয়েছেন, সকালে খাদে পড়ে যাওয়া বাসটিতে ১৪/১৫ যাত্রী ছিলো। বাসটি উদ্ধারের জন্য ক্রেন আনা হচ্ছে। রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চাটগাঁ নিউজ/আলমগীর/এমকেএন

Scroll to Top