চাটগাঁ নিউজ ডেস্ক: পারিবারিক কলহের জের ধরে রাঙামাটির কাউখালীতে আলী আহাম্মদ (৩৫) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। রোববার (৯ ফেব্রুয়ারি) কোন এক সময় নিজ ঘরে কীটনাশক পান করে আত্মহননের পথ বেছে নেন তিনি।
আলী আহাম্মদ কাউখালীর দুর্গম ঘিলাছড়ির মৃত দবীর উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
কাউখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাকিব জানান, মাদকাসক্ত ছেলে বৃদ্ধা মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি জানান, সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি মর্গে প্রেরণ করা হয়েছে।
আলী আহাম্মদের বৃদ্ধ মা হালিমা বেগম জানান, তার ছেলে দীর্ঘদিন যাবৎ মাদকাসক্ত ছিল। এসব নিয়ে বাধা দিলে প্রায় সময় আমাকে মারধর করত। তিনি জানান, গত কয়দিন ধরে ছেলে আমাকে বিষপানে আত্মহত্যার হুমকি দিচ্ছিল।
হালিমা জানান, শনিবার রাতে মদ খেয়ে ঘরে এসে আমাকে মাধর করে। আমি তার অত্যাচার সহ্য করতে না পেরে ছেলেকে গালমন্দ করে যে যার মতো ঘুমিয়ে পড়ি। রাতে কোন এক সময় ঘরের বাইরে গিয়ে কীটনাশক পান করে বমি করতে থাকে ছেলে আহাম্মদ।
রাত ৩টায় তার অবস্থার অবনতি হলে ঘরে থাকা একমাত্র বৃদ্ধ মা চিৎকার করে এলাকাবাসীকে খবর দেন। ততক্ষণে আলী আহাম্মদ মৃত্যুর কোলে ঢলে পড়ে।
দুই সন্তানের জনক, মাদাকাসক্ত আলী আহাম্মদের অত্যাচারে প্রথম স্ত্রী চলে যায়। পরে বেতবুনিয়ার মনাইপাড়া থেকে দ্বিতীয় বিয়ে করার এক বছরের মাথায় সে স্ত্রীও তার কাছ থেকে বিচ্ছিন্ন রয়েছে।
এ ব্যাপারে কাউখালী থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ।
চাটগাঁ নিউজ/জেএইচ