চাটগাঁ নিউজ ডেস্ক: রাঙ্গামাটি কাউখালীতে পাহাড় কাটার সময় জসিম উদ্দিন নামে এক শ্রমিক চাপা পড়ে নিহত হয়েছেন। নিহত জসিম রাঙ্গুনিয়া উপজেলার ফারুয়া ইয়নিয়নের ৬ নং ওয়ার্ডের জঙ্গল ফরুয়া এলাকার মো. মফিজউদ্দিনের ছেলে। এ সসয় মাটি চাপা পড়ে আরো একজন গুরুতর আহত হন।
আজ শনিবার (২৫ অক্টোবর) বেতবুনিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পূর্ব সোনাইছড়ি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সোনাইছড়ি পাড়া এলাকার ব্রিজের ব্লকে মাটি ভরাট করার জন্য সোনাইছড়ি জামে মসজিদের পাশে পাহাড়টি কাটার সময় ধসে পড়ে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে রাউজান জে.কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাউখালী সহকারী কমিশনার ভূমি আওয়ালীন খালেক জানান, আমরা খবর পাওয়া মাত্র কাউখালী থানার ওসি তদন্তকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়েছি এবং পাহাড় কাটার সত্যতা পেয়েছি। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ জানান, বেতবুনিয়ায় একটি পাহাড় কাটতে গিয়ে একজন শ্রমিক নিহত হয়েছেন। এটি একটা অপমৃত্যু মামলা হয়েছে। মৃতদেহটির ময়নাতদন্ত করে পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






