চাটগাঁ নিউজ ডেস্ক: রাঙামাটির কাউখালীতে ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে শিশুসহ পাঁচজন গুরুতর আহত হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাশখালী-বটতলী সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
এতে আহতরা হলেন— ফটিকছড়ির ডোবাকাটা এলাকার সুখময় চাকমা স্ত্রী রূপালি খীসা (৪০) ও তার শিশু সন্তান আদর্শ চাকমা (৮), চাপ্রু মারমার ছেলে চাথুঅং মারমা, মৃত অংসাজাই মারমার ছেলে উসাপ্রু মারমা ও রাঙ্গীপাড়া এলাকার মোজাফ্ফর আহাম্মদের ছেলে সিএনজি চালক মো. তাহের।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাউখালী থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিক্সাটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়। এতে শিশুসহ পাঁচজন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. সাগর বড়ুয়া জানান, আহতদের মধ্যে চাথুঅং মারমা ও উসাপ্রু মারমার অবস্থার অবনিত হওয়ায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়ে। দুর্ঘটনার পরপরই চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে।
চাটগাঁ নিউজ/জেএইচ