পড়া হয়েছে: 310
আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী হাসমত আলীকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৭) এপ্রিল বিকাল সাড়ে ৫টায় উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নেরর এস আলম সুগার মিল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এস আলম সুগার মিলে তিনি দীর্ঘদিন ধরে কর্মরত আছেন।
গ্রেপ্তারকৃত প্রকৌশলী হাসমত আলী কর্ণফুলী উপজেলার শিকলবাহা ৬নং ওয়ার্ড ইছাক মেম্বারের বাড়ির ইছহাক মেম্বারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দায়িত্ব পালন করছিলেন। তিনি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অনুসারী ছিলেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ জানান, হাসমতের বিরুদ্ধে চার থেকে পাঁচটি মামলায় ওয়ারেন্ট জারী হয়েছে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন