কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরলেন চমেকের ইন্টার্ন চিকিৎসকরা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সপ্তাহব্যাপী চলমান কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ক্লাস বর্জন কর্মসূচিও প্রত্যাহার করে নিয়েছে শিক্ষার্থীরা।

শনিবার (১ মার্চ) দুপুরে ‘চমেক শিক্ষার্থী ও চিকিৎসকবৃন্দ’ ব্যানারে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ইন্টার্ন চিকিৎসকদের দাবির প্রতি সমর্থন দিয়ে বক্তব্য দেন চমেক অধ্যক্ষ মো. জসিম উদ্দীন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন এবং উপাধ্যক্ষ আবদুর রব।

এসময় চমেক অধ্যক্ষ মো. জসিম উদ্দীন তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘সরকারিভাবে বিষয়গুলো মীমাংসার চেষ্টা চলছে। ১২ মার্চ আদালতের একটি রায় আসার কথা রয়েছে। ১২ তারিখ পর্যন্ত কর্মসূচি প্রত্যাহার করো, ছাত্ররা ক্লাসে যাও। এরপর যে রায় আসে, তার ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে।’

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন বলেন, ‘বিএমডিসির নিবন্ধন ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারেন না। এ বিষয়ে মন্ত্রণালয় বিএমডিসিকে দায়িত্ব দিয়েছে।’

এর পরপরই কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরার ঘোষণা দিয়ে বক্তব্য দেন ইন্টার্ন ডা. আহমদ হাসনাইন এবং ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষার্থী মো. সাকিব হোসেন।

ইন্টার্ন ডা. আহমদ হাসনাইন জানান, হাসপাতালের পরিচালক মহোদয় এবং শিক্ষকদের আশ্বাসের প্রেক্ষিতে আমরা কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি।

প্রসঙ্গত, এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্যদের চিকিৎসকের স্বীকৃতি না দেওয়াসহ পাঁচ দফা দাবিতে গত ২৩ ফেব্রুয়ারি থেকে কর্মবিরতি পালন করে আসছিলেন ইন্টার্ন চিকিৎসকরা।

চাটগাঁ নিউজ/জেএইচ