কর্পোরেশনের শিক্ষা-স্বাস্থ্য বিভাগকে উন্নত ও আধুনিক করা হবে : মেয়র শাহাদাত

চাটগাঁ নিউজ ডেস্ক : দেশের সেরা সিটি কর্পোরেশন মধ্যে চট্টগ্রাম সেরা হওয়ার যে গৌরব অর্জন করার কৃতিত্ব নগরবাসীর উল্লেখ করে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনই দেশে প্রথম স্টুডেন্ট হেলথ কার্ড চালু করেছে। নগরীর প্রতিটি স্কুল ও কলেজে এ কার্ড চালু করা হবে। শিক্ষার মান উন্নয়নে দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার অস্থায়ী শিক্ষকদের স্থায়ী করা হয়েছে। বাকি অস্থায়ী শিক্ষক-কর্মচারীদের আইনগত বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে নগরীর অপর্ণাচরণ সিটি কর্পোরেশন হাই স্কুল এন্ড কলেজে এসএসসি ২০২৫ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ডিজিটাল হাজিরার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন শতবর্ষী এ নারী শিক্ষা প্রতিষ্ঠান অপর্ণাচরণ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে বলেন, তোমাদের এ অর্জন ধরে রাখতে হবে। চসিকের বইমেলায় তোমাদের সাংস্কৃতিক পারফরমেন্স আমাদের মুগ্ধ করেছে। তোমরাই মেধা দিয়ে চট্টগ্রাম এবং আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরবে।

তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন দেশের সেরা সেবা প্রতিষ্ঠানের যে গৌরব অর্জন করেছে তা ধরে রাখতে হলে নগরবাসীকে আরো সচেতন ও দায়িত্বশীল হতে হবে। নালা নর্দমা ও খালে ময়লা অবর্জনা ফেলা বন্ধ করতে হবে। বৃষ্টির পানি ও অবর্জনার স্তুপ থেকে এডিশ মশার জন্ম হয়ে ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। সুতরাং নগর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সকল নগরবাসীর দায়িত্ব ও কর্তব্য।

এসময় মেয়র অপর্ণাচরণের ভেতরে ও বাইরের পরিবেশ উন্নয়নে পরিকল্পনার কথা উল্লেখ করে প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন।

চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব বেলাল।

স্কুল শিক্ষিকা গৌরী দাস ও সঙ্গীতা ব্যানার্জির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ২২ নং এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল মালেক, স্কুল গভর্নিং বডির সদস্য ইঞ্জিনিয়ার প্রবাল রক্ষিত, চট্টগ্রাম সিটি কর্পোরেশন কায়সার নিলুফার কলেজের অধ্যক্ষ শেখ মোহাম্মদ ওমর ফারুক, মিউনিসিপ্যাল মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ সাহেদুল কবির চৌধুরী, চসিক স্কুল শিক্ষক সমিতির সভাপতি আকতার হোসেন।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক গোলাম হক্কানি, অধ্যাপক পুরবী চক্রবর্তী, নিজাম উদ্দিন আনোয়ারী।

অনুষ্ঠানের শুরুতে সেরা সিটি কর্পোরেশনের স্বীকৃতি অর্জন করায় কলেজের পক্ষ থেকে মেয়রকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে মেয়র এসএসসিতে ১২২ জন জিপিএ-৫ সহ ৪৬১ জনের হাতে ক্রেস্ট ও গিফট তুলে দিয়ে সংবর্ধনা জানান।

এরআগে মেয়র নিজের কার্ড পাঞ্চ করে স্কুলের ডিজিটাল হাজিরা উদ্বোধন করেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top