পড়া হয়েছে: ৩৪
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর কর্ণফুলী নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
আজ রোববার (২২ ডিসেম্বর) দুপুরের দিকে কর্ণফুলী নদীর বন্দর থানাধীন নেভাল বার্থ-০৬ এর পিছনে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ