কর্ণফুলী নদীর হালদার মোহনা থেকে কারেন্ট জাল জব্দ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম কর্ণফুলী নদীর হালদার মোহনা অঞ্চল থেকে ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হাসান।

এসময় তিনি বলেন, হালদার মোহনা অঞ্চলে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। উপস্থিত জনতার সামনে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করে দেওয়া হয়েছে। এসব জালে আনুমানিক বাজার মূল্য ১৫ হাজার টাকা হবে।

এ অভিযানে সহায়তায় করেন উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top