পড়া হয়েছে: ৫১
চাটগাঁ নিউজ ডেস্ক: কর্ণফুলী নদী থেকে ভেসে আসা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে চট্টগ্রাম নৌ-পুলিশ।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে কর্ণফুলী নদীর ৭ নম্বর জুলধা পাইপের গাড়া সুলতান বাপের বাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে নৌ-পুলিশ টহল টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পায়। সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় এখনও পাওয়া যায়নি।
চাটগাঁ নিউজ/জেএইচ