কর্ণফুলী টানেল সড়কে যুবকের ঝুঁকিপূর্ণ বাইক স্ট্যান্ট, ভিডিও ভাইরাল

আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তে সড়কে এক যুবকের ঝুঁকিপূর্ণ ‘বাইক স্ট্যান্টের’ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

আজ শুক্রবার (২২ আগস্ট) বিকাল ৫টার দিকে এক মিনিট সাত সেকেন্ডের ওই ভিডিও ছড়িয়ে পড়ে।

ওই যুবকের নাম ইলিয়াস সিকদার। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর উপজেলায়।

জানা গেছে, দেশের বিভিন্ন প্রান্তে বাইক স্ট্যান্ট হলেও কর্ণফুলী টানেল সড়কে এই প্রথম বাইক স্ট্যান্ট করার ঘটনা ঘটে। বন্ধুদের সঙ্গে চট্টগ্রামে ঘুরতে এসে ওই যুবক তার শখের বাইক নিয়ে কর্ণফুলী টানেল সড়কে বাইক স্ট্যান্ট করেন। এসময় ওই যুবক চলন্ত মোটরসাইকেল দাঁড়িয়ে দুই হাতে বল নিয়ে খেলছিল। এভাবে বাইক চালিয়ে পাঁচ কিলোমিটার পথ পাড়ি দেয়।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনকে দেখা যায়, ভিডিও ধারণ করতে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সমালোচনা করছেন অনেকে। এটিকে ঝুঁকিপূর্ণ ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন কেউ কেউ। তারা বলছেন, এতে বড় দুর্ঘটনা ঘটনার ঝুঁকি রয়েছে।

বাইক স্ট্যান্ট প্রদর্শন করা ইলিয়াস সিকদার জানান, দুইবছর ধরে এ বাইক স্ট্যান্ট করে আসছে, তা দেশের কম বাইকাররা পারে। চলন্ত বাইক স্ট্যান্ট করে তিনি বল নিয়ে খেলা ছাড়া আরও অনেক কিছু করার অভিজ্ঞতা রয়েছে। এমনকি পানির মধ্যেও চলন্ত অবস্থায় দাঁড়িয়ে স্ট্যান্ট করেছেন। এ স্ট্যান্ট করে তিনি গিনেস বুক রেকর্ড করার আশাবাদী।

তিনি আরও জানান, বাইক স্ট্যান্ট করা সহজ নয়। তিনি স্ট্যান্ট করে অভ্যস্ত হওয়ায় তার কাছে ঝুঁকিপূর্ণ নয়। তার এমন বাইক স্ট্যান্ট দেখে অন্যদের তা না করার অনুরোধ করেন৷ এছাড়া বাইক চালানোর সময় হেলমেট পরারও পরামর্শ দেন তিনি।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এসএ

Scroll to Top