পড়া হয়েছে: ৬
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কলেজ বাজার এলাকায় বাজার মনিটরিং টাস্কফোর্সের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। ভ্রাম্যমাণ আদালত ৪ দোকানিকে ১৩ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলার কলেজ বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত এই অভিযান পরিচালনা করেন।
অভিযানের বিষয়ে তিনি বলেন, মূল্য তালিকা না থাকার অভিযোগে বিভিন্ন দোকানিকে ৪টি মামলায় ১৩ হাজার টাকা অর্থদণ্ড করে সতর্ক করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন