চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে (কেইপিজেড) জ্যান্ট এক্সেসরিজ নামে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১১ জুলাই) দুপুর আড়াইটার পর এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ইপিজেড, কর্ণফুলী ও আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে মোট ৮টি ইউনিট কাজ করছে।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন আশপাশের অ্যারো ফেভারিট অফিস ও কয়েকটি ভবনে ছড়িয়ে পড়েছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর জানান, ‘বেলা ২টা ৫১ মিনিটের দিকে কর্ণফুলী ইপিজেড এলাকায় জ্যান্ট এক্সেসরিজ নামের একটি ফ্যাক্টরিতে আগুন লাগার খবর পাই। পরে দ্রুত আশপাশের স্টেশনগুলো থেকে ইউনিটগুলো ঘটনাস্থলে পাঠানো হয়। আগুনের তীব্রতা বেশি থাকায় এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।’
চাটগাঁ নিউজ/এমকেএন