কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদে বন্দরকে ১৫ দিনের আল্টিমেটাম

জামায়াতের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে কর্ণফুলী নদী পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে চট্টগ্রাম বন্দরকে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর শাখা।

জলাবদ্ধতা নিরসন, খাল নালা পরিস্কারকরণ, পাহাড়কাটা নিধন বন্ধে শনিবার ( ১ ফেব্রুয়ারী) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে মানববন্ধন ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর আমীর শাহজাহান চৌধুরী এ আল্টিমেটাম দেন।

তিনি বলেন, কর্ণফুলীর পাড় দখল করে গড়ে উঠেছে হাজার হাজার অবৈধ স্থাপনা। কর্ণফুলী নদী ও চট্টগ্রাম মহানগরকে বাঁচাতে হলে অবিলম্বে নদী পাড়ের এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। আগামী ১৫ দিনের মধ্যে নদী পাড়ের ফিরিঙ্গিবাজার থেকে কাঠগড় পর্যন্ত এলাকায় গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে উচ্ছেদ করতে হবে। এ সময়ের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদে বন্দর চেয়ারম্যানকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতেই হবে। প্রয়োজনে বন্দরকে চাপ প্রয়োগ করার জন্য বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি।

বক্তব্যে তিনি আরও বলেন, রাতের অন্ধকারে পাহাড় নিধন করে পরিবেশ বিনষ্ট করা হচ্ছে। খাল নালাগুলোতে ময়লা আবর্জনা ফেলে ভরাট করে ফেলা হচ্ছে। এসব বিষয় আমরা প্রধান উপদেষ্টার কাছেও অবগত করেছি।

মানববন্ধন ও র‌্যালীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন শ্রেণি পেশাজীবী সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর শাখার সাথে একাত্মতা পোষণ করেন।

চাটগাঁ নিউজ /ইউডি/জেএইচ

Scroll to Top