কর্ণফুলীতে স্বামীর হাতে স্ত্রী খুন

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলীতে পারিবারিক কলহের জেরে বেদম প্রহার করে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

বুধবার (৩০ জুলাই) ভোরে উপজেলার চরপাথরঘাটা ৪ নম্বর ওয়ার্ড খোয়াজনগর গ্রামের নুরুল আবছারের ভাড়া ঘরে এ ঘটনা ঘটে।

নিহত স্ত্রী কুলসুমা বেগম (৪০) বান্দরবান জেলার আলী কদম এলাকার দিনমজুর আজিজ মিয়ার স্ত্রী। অভিযুক্ত স্বামী আজিজ মিয়া পেশায় একজন নির্মাণ শ্রমিক। তারা দুই বছর ধরে পরিবার নিয়ে নুরুল আবছারের ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। তার পরিবারে তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে দাম্পত্য কলহের জেরে ভিকটিম ও অভিযুক্ত স্বামীর মধ্যকার উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছিল। কথা-কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্ত স্বামী আজিজ স্ত্রী কুলসুমাকে মারধর শুরু করেন। এক পর্যায়ে রুমে থাকা মরিচ বাটার শিল দিয়ে স্ত্রীকে আঘাত করলে গুরুতর আহত হন। পরে তাকে স্বজনরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী পালিয়ে যায়।

স্থানীয় খোয়াজনগর ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য তাহের আহমেদ বলেন, স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা জানতে পেরেছি। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে এখনো বিস্তারিত জানি না।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, স্বামীর হাতে স্ত্রী খুনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে ।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top