চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সিলিং ফ্যানে ঝুলে মো. রাকিব হোসেন (২৫) নামের এক অটো-রিকশা চালক আত্মহত্যা করেছেন।
রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নিমতলা এলাকার ইদ্রিস চেয়ারম্যান বাড়ির হাসানের ভাড়া বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রাকিব হোসেন কুমিল্লার তিতাস থানার ঝাপুড় এলাকার অহিদুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চরলক্ষ্যা এলাকায় ভাড়া বাসায় থেকে অটো-রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয়রা জানান, রাকিব তার স্ত্রীকে নিয়ে ওই বাসায় থাকতেন। পারিবারিক কলহের জেরে কিছুদিন আগে তার স্ত্রী বাসা ছেড়ে চলে যান এবং সাথে রাকিবের মোবাইল ফোনটিও নিয়ে যান। ধারণা করা হচ্ছে, এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে রাকিব আত্মহত্যার পথ বেছে নেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাকিবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চাটগাঁ নিউজ/এমকেএন