কর্ণফুলীতে সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলে গ্রেফতার

চাটগাঁ নিউজ ডেস্ক : কর্ণফুলী উপজেলায় সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলে হেলাল খান জয় (৩৩) কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাতে উপজেলার চরপাথরঘাটা সৈন্যেরটেক সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হেলাল চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুন্নবীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, নাশকতার মামলায় হেলালকে গ্রেফতার করে পরে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

 

Scroll to Top