কর্ণফুলীতে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক : কর্ণফুলী থানা পুলিশের ডেভিল হান্ট অভিযানে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রবিবার (২০ জুলাই) উপজেলার চরপাথরঘাটা ও শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ২ জন হলেন- উপজেলার চরপাথরঘাটা ৯ নম্বর ওয়ার্ড ডগ মাষ্টারের বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে স্বেচ্ছাসেবক লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মো. রাসেল (৩৪) ও শিকলবাহা ৪ নম্বর ওয়ার্ড শুক্কুর মাতব্বরের বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য মো. নয়ন (৩০)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

পুলিশ জানায়, রাসেল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং নয়ন উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগ রয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, দুই নেতাকে গ্রেপ্তার করে নগরীর চান্দগাঁও থানায় সোপর্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা সেখানেই গ্রহণ করা হবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top