কর্ণফুলীতে যুবলীগ-ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলীতে অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ মে) রাতে বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ৩ জন হলেন– চরপাথরঘাটা ২ নম্বর ওয়ার্ড আজিপুর রহমানের বাড়ির আব্দুল নবীর ছেলে আরমান হোসাইন (৩০), জুলধা ৫ নম্বর ওয়ার্ডের ইয়াছিনের ছেলে নুর উদ্দিন কাজল (২৮) এবং পশ্চিম সেন্নার বাড়ি এলাকার মনির আহম্মেদের ছেলে নূর মোহাম্মদ নাঈম (৩৬)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আরমান যুবলীগের সংগঠক, কাজল কর্ণফুলী এ জে চৌধুরী কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং নাঈম জেলা ছাত্রলীগের সাবেক মুক্তিযোদ্ধা ও গবেষণা বিষয়ক সম্পাদক।

তাদের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে নাশকতা অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়। আইনানুগ ব্যবস্থা শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

চাটগাঁ নিউজ/এসএ

 

Scroll to Top