কর্ণফুলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ২

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের পিএবি সড়কে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়লে এক যুবক ও এক যুবতী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে কর্ণফুলী উপজেলার ডাকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড ডুয়ারপাড়া গ্রামের জুনু বহদ্দারের বাড়ির মো. হুমায়ুন কবিরের পুত্র মো. ফাহিম (২১) ও পটিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের মো. ওসমান গণির কন্যা তাহসিন সাদিকা (১৭)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ফাহিমের চালানো মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে ডাকপাড়া এলাকার একটি উঁচু কালভার্টের ওপর ওঠার সময় ভারসাম্য হারিয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে মোটরসাইকেলটি উল্টে গিয়ে দুজনই সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত ফাহিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত তাহসিন সাদিকা বলেন, ঘুরতে বের হয়ে পারকি সমুদ্র সৈকতের দিকে যাচ্ছিলাম। ডাকপাড়া এলাকায় হঠাৎ মোটরসাইকেলটি উঁচু কালভার্টের ওপর লাফ দেয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এরপর আমার আর কিছু মনে নেই।

প্রত্যক্ষদর্শী মো. জিসান বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। পরে আনোয়ারা হাসপাতাল থেকে ফাহিমকে চমেক হাসপাতালে প্রেরণ করতে বললে আমি তাকে নিয়ে চলে আসি।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুজন মেডিকেলে আসেন। তাদের মধ্যে একজন গুরুতর আহত। মাথায় আঘাত হয়েছে বেশি। প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। ঘটনাস্থল কর্ণফুলী থানাধীন।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top