আনোয়ারা প্রতিনিধি : কর্ণফুলীতে বাসের ধাক্কায় মো. আলী আব্বাস (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে পিএবি সড়কের কর্ণফুলী উপজেলার দৌলতপুর ফাজিল খাঁর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী আব্বাস আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ১নং ওয়ার্ড ঝিওরী গ্রামের গোলাম শরীফের বাড়ির মো. মুছার ছেলে। কিছুদিন পরেই তার বিয়ে হওয়ার কথা ছিল বলে জানান স্বজনরা।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে একটি পালসার মোটরসাইকেলে শহর থেকে আনোয়ারার দিকে যাচ্ছিলেন। পিএবি সড়কের দৌলতপুর এলাকা অতিক্রম করার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই আব্বাসের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
নিহত আলী আব্বাসের চাচাতো ভাই মো. শিবলু বলেন, পুলিশ আমাদের খবর দিলে ঘটনাস্থলে এসে ভাইয়ের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/জেএইচ







