কর্ণফুলীতে নৌকা উল্টে ভেসে গেল সাড়ে ১২ টন মাছ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম কর্ণফুলী নদীতে জাহাজ থেকে মাছ খালাসের সময় নৌকা উল্টে ভেসে গেছে সাড়ে ১২ টন সামুদ্রিক মাছ। মাছগুলো কর্ণফুলী উপজেলার আলহাজ মজিদ অ্যান্ড সন্স নামের এক মাছ কোম্পানির বলে জানা গেছে।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে কর্ণফুলী নদীর মেরিন ফিশারিজ এলাকায় এ ঘটনা ঘটো

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কর্ণফুলী নদীর মেরিন ফিশারিজ এলাকায় অ্যালায়েন্স নামের একটি মাছ ধরার জাহাজ থেকে নৌকায় মাছ খালাস করা হচ্ছিল। নৌকাটি জাহাজের পেছনের দিকে বাঁধা ছিল।

এ সময় প্রবল জোয়ারের ধাক্কায় নৌকাটি উল্টে যায়। এতে মুহূর্তেই নৌকায় তোলা সাড়ে ১২ টন মাছ ভেসে যায়৷ সেখানে বিভিন্ন জাতের মাছ ছিল।

সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, জাহাজ থেকে মাছ কিনে নৌকাবোঝাই করে ঘাটে নেওয়ার সময় জোয়ারের ধাক্কায় নৌকা উল্টে সাড়ে ১২ টন মাছ ভেসে যায়। খবর পেয়ে আমরা নৌকাটি উদ্ধার করি। মালিক পক্ষ বলেছে তাদের ১৮ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

আলহাজ মজিদ অ্যান্ড সন্সের মালিকের ছেলে সালাহউদ্দিন আহমেদ বলেন, জাহাজ থেকে মাছ কিনে নৌকাবোঝাই করে ঘাটে নেওয়ার প্রস্তুতি চলছিল। হঠাৎ জোয়ারের ধাক্কায় নৌকাটি উল্টে গেলে মুহূর্তেই বস্তায় ভরা মাছ ভেসে যায়। নৌকাটি উদ্ধার হলেও সাড়ে ১২ টন মাছ ভেসে গিয়ে আমাদের ১৮ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top