চাটগাঁ নিউজ ডেস্ক: কর্ণফুলীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারের পেছনে ধাক্কা দিলে এতে ২ জন আহত হয়। দুমড়েমুচড়ে যায় প্রাইভেটকারটির পেছনের অংশ। এ সময় সেতুর রেলিংয়ের ওপর উঠে আটকে যায় বাসটি।
আজ শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কর্ণফুলীর শাহ আমানত সেতুর প্রথম সিঁড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এতে দুর্ঘটনা কবলিত বাসটির চালক ও একজন পথচারী গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, শাহ আমানত সেতু হয়ে চট্টগ্রাম শহর থেকে আনোয়ারা আসছিল মাহি এন্ড নাওয়াল নামের একটি যাত্রীবাহী বাস। সেতুর ১ম সিঁড়ি এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারকে ধাক্কা দেওয়ার পর সেতুর রেলিংয়ের ওপর উঠে যায়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়।
এসময় একজন পথচারী বৃদ্ধ ও বাসচালক গুরুত্বর আহত হলে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ আবু সাঈদ বাকের বলেন, এ ঘটনায় চালক ও একজন পথচারী আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, এ ঘটনায় দুটি গাড়ি পুলিশ হেফাজতে রয়েছে। মামলার ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাটগাঁ নিউজ/জেএইচ






