কর্ণফুলীতে নিখোঁজ আরো ১ জেলের মরদেহ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর কর্ণফুলী নদীর মোহনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৬ জেলের মধ্যে আরো ১ জেলের মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড।

আজ রোববার (১০ আগস্ট) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্ট গার্ডের কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।

এর আগে গতকাল শনিবার বিকেলে নগরীর পতেঙ্গা এলাকা থেকে ২ জনের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ।

জানা গেছে, গত ৭ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম হতে নোয়াখালী যাওয়ার সময় কর্ণফুলী নদীর মোহনায় ‘এফবি অনিকা’ নামে ট্রলারের সাথে লাইটার জাহাজের সংঘর্ষ হলে ট্রলারটি ডুবে যায়। সে সময় ট্রলারে অবস্থানরত ১৯ জন জেলের মধ্যে ১১ জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ হন ৮ জন। তাদের মধ্যে ২ জনের মরদেহ গতকাল শনিবার উদ্ধার করা হয়। পরে আজ (রোববার) সকাল ৮ টায় ১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কোস্ট গার্ড স্টেশন সাঙ্গু, আউটপোস্ট নরম্যান্স পয়েন্ট ও স্টেশন পতেঙ্গা কর্তৃক উচ্চগতি সম্পন্ন বোট এবং সমুদ্রে অবস্থানরত জাহাজের সমন্বয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।

এদিকে উদ্ধারকৃত মৃতদেহ স্ব-স্ব আত্মীয়-স্বজনদের নিকট হস্থান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পতেঙ্গা থানা পুলিশ।

চাটগাঁ নিউজ/জেএইচ 

Scroll to Top