কর্ণফুলীতে দুই সিমেন্ট ফ্যাক্টরির ১২ লাখ টাকার মালামাল চুরি

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলীতে অবস্থিত দুই সিমেন্ট ফ্যাক্টরি থেকে ১২ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি কোম্পানি দুটির পক্ষ থেকে আলাদাভাবে কর্ণফুলী থানায় দুইটি মামলা করা হয়েছে। যার মামলা নং -২৫ এবং ২৬।

দুই মামলায় যে আটজনকে আসামি করা হয়েছে তারা হলেন – মোঃ হেলাল হোসেন (২৫), মোঃ সাইফুল ইসলাম লিটন (২৫), আবদুল নবী (২৪), অনিক (২৪), মোঃ শাহেদ প্রকাশ লাইল্যা (২৮), মহিউদ্দিন (৩০), জাবেদ (২২) হায়দার আলী (২০) সহ অজ্ঞাত আরও ১০ জন। তাদের বাড়ি জুলধা ডাঙ্গারচর ও চরপাথরঘাটা ইছানগর গ্রামে।

দুই মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৫ নভেম্বর রাতে কর্ণফুলীর ইছানগরে অবস্থিত একটি সিমেন্ট কোম্পানির জিপসাম ফিল্ডের পাশের দেয়ালে ওয়ারিং করা ১০ লাখ টাকা মূল্যের ২০০ মিটার ক্যাবল কেটে নিয়ে যায় চুরেরা।

অন্যদিকে জুলধার ডাঙ্গারচরে অবস্থিত আরেক সিমেন্ট কোম্পানির বলমিলের গ্রাইনডিং সেকশন থেকে ২ লাখ টাকা মূল্যের ১০০ ফুট ফ্যানের মটর লাইন কেবল কেটে নিয়ে যায় চুরেরা।

পরবর্তীতে সিসিটিভি ফুটেজ সংগ্রহের মাধ্যমে এজাহারভুক্ত আসামিরা চুরির ঘটনায় জড়িত বলে এজাহারে উল্লেখ করা হয়।

জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, দুইটি মামলা হয়েছে। দুটি ঘটনায় জড়িতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top