কর্ণফুলীতে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার, হাসপাতালে স্বামী 

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটার ইছানগরে রেশমা আক্তার রুমা (১৮) নামে এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই বাসা থেকে তার স্বামী ইব্রাহীমকে (২০) ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলার ইছানগর ডায়মন্ড এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। তবে কী কারণে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। দম্পতির ৮ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। ঘটনাস্থল থেকে একটি বটি জব্দ করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে ভাড়া বাসা থেকে কোনো সাড়া না পেয়ে আত্মীয়রা সন্দেহজনকভাবে টিনের ছাদ ভেঙে ভেতরে প্রবেশ করেন। তখন তারা ইব্রাহীমকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় এবং রুমার গলাকাটা মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ইব্রাহীম।

নিহত রুমার ফুফু পেয়ারা বেগম জানান, দুই বছর আগে প্রেম করে রুমা ও ইব্রাহীমের বিয়ে হয়। সম্প্রতি তারা ৮ মাস বয়সী কন্যা সন্তানকে নিয়ে বেড়াতে আসেন। গত দুই সপ্তাহে তাদের দাম্পত্য জীবনে কোনো ঝগড়া হয়নি বলেও দাবি করেন তিনি।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’

তিনি জানান, বিস্তারিত প্রতিবেদন পেলে জানা যাবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top