কর্ণফুলি মার্কেটে টাস্কফোর্সের হানা, ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকিতে নগরের ২নং গেটস্থ কর্ণফুলি মার্কেটে অভিযান চালিয়েছে সরকার গঠিত টাস্কফোর্স। অভিযানে কৃষি বিপণন লাইসেন্স না থাকায় একটি ডিমের দোকানকে ৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ করা, পণ্যের উপর মূল্য লিখা না থাকার অপরাধে খলিলুর রহমানের মুদির দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল হাসান জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় বাজার তদারকি করা হচ্ছে। আমাদের সর্বোচ্চ চেষ্টা রয়েছে কিভাবে দ্রব্যমূল্য নিযন্ত্রণ করা যায়। আমাদের সাথে শিক্ষার্থী প্রতিনিধি, ভোক্তাধিকার, কৃষি বিপনন, টাস্কফোর্স কমিটির সকল প্রতিনিধিরা হয়েছে। তিন ধরে যৌথভাবে অভিযান পরিচালনা করছি। মার্কেটের ব্যবসায়ী নেতারা আমাদের সাথে ছিলেন। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো আবার অনিয়ম করলে সেক্ষেত্রে আরো কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাটগাঁ নিউজ/উজ্জ্বল/এসএ

Scroll to Top