সিপ্লাস ডেস্ক: দেশে ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৫টি নমুনা পরীক্ষা করে ১৫১ জনের শরীরে করোনাভাইসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এতে দিনে শনাক্তের হার হয়েছে ৭ দশমিক ৩৫ শতাংশ। আগের দিন যা ৫ দশমিক ৪১ শতাংশ ছিল। এই সময়ে মৃত্যু হয়নি কারও।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বেশ কয়েক মাস দেশের করোনা পরিস্থিতি স্বস্তিদায়ক ছিল। দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ১০ এর নিচে থাকছিল। মে মাসের মাঝামাঝি সময় থেকে তা ফের ধীরে ধীরে বাড়তে থাকে। ৬ জুন সেই সংখ্যা পৌঁছে ১৯৭ জনে, যা সাড়ে সাত মাসের মধ্যে সর্বোচ্চ। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কভিড আক্রান্তের সংখ্যা বেড়ে ২০ লাখ ৪০ হাজার ৪৭০ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪৫১ জন আছে। দেশে করোনায় সবশেষ ৬ জুন একজনের মৃত্যু হয়। এরপর পাঁচ দিন করোনা আক্রান্তদের মধ্যে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
গত ২৪ ঘণ্টায় ৭১ জন কভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৬ হাজার ৬৯৮ জন। গত এক দিনে শনাক্ত রোগীদের ১৪২ জনই ঢাকার বাসিন্দা। এ ছাড়া চট্টগ্রামে ৬ জন এবং কক্সবাজার, রাজশাহী ও নারায়ণগঞ্জে ১ জন করে নতুন রোগী শনাক্ত হয়েছে।