‘কমিউনিটি সেন্টারের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে সরকার’

আনোয়ারা প্রতিনিধি : অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, বাংলাদেশ সরকার শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন কমিউনিটি সেন্টারের মাধ্যমে নাগরিকদের সুস্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করেছে। বিগত সময়ের চাইতেও মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টিতে এখন বাংলাদেশের স্বাস্থ্য সেবা অনেক উন্নত।

মানুষ অনেক সহজে চিকিৎসা সেবা পাচ্ছেন। তার সর্বশ্রেষ্ঠ উদাহরণ কোভিডের মত মহামারিকালে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রত্যেক জেলায় উপজেলায় করোনার টিকা বিনামূল্যে নিশ্চিত করেছেন। যা বহিঃবিশ্বে প্রশংসা কুড়িয়েছে। বিশ্বের এমন অনেক উন্নত দেশ রয়েছে যাদের জনগণ বিনামূল্যে করোণাকালীন টিকা পায়নি।

শুক্রবার (২৬ এপ্রিল) সকালে চট্টগ্রামের আনোয়ারা বৈরাগ ইউনিয়নে ডেভ কেয়ার ফাউন্ডেশন আয়োজিত বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, প্রত্যেক বাজেটের সময় জনসাধারণের স্বাস্থ্যের কথা চিন্তা করে স্বাস্থ্যখাতে প্রত্যেক বছর বাজেটের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়। সবার জন্য স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করা প্রধানমন্ত্রীর অঙ্গীকার। বাংলাদেশে অনেক সরকারি মেডিকেল কলেজ নতুনভাবে হয়েছে এ সরকারের আন্তরিকতায় ।

প্রতিমন্ত্রী ওয়াসিকা আরও বলেন, সরকারের পাশাপাশি নিঃস্বার্থভাবে ও নিরলসভাবে আত্ম-মানবতার সেবায় অত্যন্ত অঞ্চলে নাগরিকদের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছেন ডেভ কেয়ার ফাউন্ডেশন। তার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ও মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি তাদেরকে সাধুবাদ জানাই। পাশাপাশি বেসরকারি অনেক মেডিকেল কলেজ হয়েছে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য।

অধ্যাপক ড. এম এ ফয়েজের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন মো. ইলিয়াছ, আনোয়ারা উপজেলার নির্বাহী অফিসার মো. ইশতিয়াক ইমন, কার্যকরী পরিষদ সদস্য ও এ্যামেরিটাস চেয়ারপার্সন ডেভ কেয়ার ফাউন্ডেশন অধ্যাপক ড. জয়নব বেগম, বিএমএ চট্টগ্রাম সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান, অধ্যাপক আমির হোসেন, কাজী মোজাম্মেল প্রমুখ।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top