কাপ্তাই প্রতিনিধি: ” পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাই থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে।
এই উপলক্ষে শনিবার( ৪ নভেম্বর) সকাল ১১ টায় কাপ্তাই থানা হতে একটি বর্ণাঢ়্য র্যালী বের করা হয়। র্যালীটি কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং কাপ্তাই উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মফিজুল হক, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মু: সাইফুল ইসলাম, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, কাপ্তাই উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল।
সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন কাপ্তাই থানার ওসি মো: জসিম উদ্দিন।
কাপ্তাই থানার ওসি ( তদন্ত) মুহাম্মদ আব্দুল জব্বার এবং কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই ট্রাফিক বিভাগের টিআই জয় দেবনাথ সহ স্থানীয় জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনী সদস্য, সরকারি কর্মকর্তা এবং নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।