আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এই ভোটের মাধ্যমেই আমেরিকানরা বেছে নেবেন তাদের ৪৭তম প্রেসিডেন্টকে। তবে ১৪ হাজার কিলোমিটার দূরে অবস্থিত ভারতে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে জিতাতে শুরু হয়েছে বিশেষ পূজা।
নিউজউইকের প্রতিবেদন অনুসারে, ভারতের চেন্নাইয়ের ছোট এক গ্রাম থুলসেন্দ্রপুরম। এ গ্রামে মার্কিন নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জন্য চলছে বিশেষ পূজা। এ ছাড়া তার পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে গ্রামটি।
জানা গেছে, এখানে কমলা হ্যারিসের নানা পিভি গোপালান জন্মেছিলেন। তার নানার বাড়ি হওয়ায় কমলাকে নিজেদের মেয়ে হিসেবে অভিহিত করছেন গ্রামের বাসিন্দারা। সে কারণে তার জন্য চলছে পূজা অর্চনা।
জানা যায়, দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে কমলা হ্যারিসের পৈতৃক নিবাস। আজ থেকে ১০০ বছর আগে এই গ্রামেই বাস করতেন কমলা হ্যারিসের নানা পি ভি গোপালান। তাঁর মেয়ে শ্যামলা গোপালান ভারত থেকে আমেরিকা পাড়ি জমিয়েছিলেন।
তামিলনাড়ুর হিন্দু গ্রুপ আনুশানাথের অনুকরাগ্নির প্রতিষ্ঠাতা বাল্লু গণমাধ্যমকে বলেন, ‘আমাদের ভারতীয় নারী, আমাদের তামিলের রক্ত যার দেহে বইছে, সেই কমলা হ্যারিস নির্বাচন করছেন। অবশ্যই তিনি জিতবেন।’
চাটগাঁ নিউজ/জেএইচ