কদম মোবারক সিটি কর্পোরেশন স্কুলে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন কদম মোবারক সিটি কর্পোরেশন স্কুলে অনুষ্ঠিত হলো পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিলো উৎসাহব্যঞ্জক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক টিংকু কুমার ভৌমিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আলাউদ্দীন আলী নুর।

প্রধান অতিথি মারুফুল হক চৌধুরী বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতার বিষয়ে উদ্বুদ্ধ করা জরুরি। গাছ লাগানো ও নিজের আশপাশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুললে ভবিষ্যতে একটি সবুজ ও সুন্দর নগরী গড়ে তোলা সম্ভব।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক টিংকু কুমার ভৌমিক বলেন, বিদ্যালয় শুধু পড়াশোনার জায়গা নয়, বরং ছাত্রছাত্রীদের সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার অন্যতম কেন্দ্র। এই ধরনের কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ততা তাদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের সঙ্গে একযোগে বিদ্যালয় চত্বরে গাছ রোপণ করেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top