কদম মোবারক এতিমখানায় ডিসির শীতবস্ত্র পেল ৩৩০ শিশু

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের ঐতিহ্যবাহী কদম মোবারক এতিমখানায় ৩৩০ জন এতিম শিশুর মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।

গত রোববার চট্টগ্রামের জেলা প্রশাসক ও কদম মোবারক এতিমখানার গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এসব শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, সমাজের সবচেয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীতবস্ত্রের সঙ্গে যদি সামান্য ভালোবাসা ও মানবিক স্পর্শ পৌঁছে দিতে পারি, সেটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।

তিনি আরও বলেন, এই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের নিরাপদ, সুন্দর ও মানবিক পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজ-উভয়ের সম্মিলিত দায়িত্ব। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান , কদম মোবারক এতিমখানা গভর্নিং কমিটির অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরী।

কদম মোবারক মুসলিম এতিমখানার তত্ত্বাবধায়ক আবুল কাসেম বলেন, জেলা প্রশাসকের উপস্থিতিতে এই মানবিক সহায়তা আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। শিশুদের মুখের হাসিই প্রমাণ করে—এই ভালোবাসা কতটা মূল্যবান।

এতিমখানা পরিচালনা কমিটির অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবসার চৌধুরী বলেন, ডিসি স্যার নিঃসন্দেহে একজন মানবিক মানুষ। তিনি এতিম শিশুদের সংখ্যা জানার পর তিন শতাধিক কম্বল পাঠিয়েছেন। তিনি একজন মানবিক মানুষ বলেই নিজ উদ্যোগে এতিম ও অসহায়দের খোঁজ নিয়েছেন, শত ব্যস্ততার পরও আবার নিজ হাতে কম্বলগুলো বিতরণ করেছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এতিমখানার তত্ত্বাবধায়ক আবুল কাশেম, হল সুপার মো. আব্দুল মুবিন, হিসাব রক্ষক মো. শহীদুল্লাহ, অফিস সহকারি মো. আনোয়ার হোসেন, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদির নাতি গাজী ইসলামাবাদী, হাফেজ মো. সেলিমসহ এতিমখানার শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top