কদমতলীতে গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার

গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: নগরীর কোতোয়ালী থানাধীন কদমতলী এলাকায় অভিযান চালিয়ে দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে সিআরবি পুলিশ ফাঁড়ীর সদস্যরা এ অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে দুই কেজি ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত দুই আসামির নাম- মো. আলতাফ হোসেন (২০) ও রহিমা বেগম (৪০)। সর্ম্পকে তারা দু’জন মা-ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, কোতোয়ালী থানাধীন কদমতলী এলাকার ইঞ্জিনিয়ার কলোনীর ইমাম হোসেনের ভাড়াটিয়া রহিমা বেগমর ঘরে বিক্রির উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য মজুদ করা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় সিআরবি পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই মাসুদুর রহমান (নিঃ) নিজে বাদি হয়ে কোতোয়ালী থানায় একটি মাদক মামলা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিআরবি পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মাসুদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। গ্রেপ্তারকৃত দু’জনই মা-ছেলে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানা সহ অন্যান্য থানায় ছিনতাই, মাদক সহ একাধিক মামলা রয়েছে।

তিনি আরও বলেন, এই ঘটনায় তাদের আরো কেউ জড়িত আছে কিনা তা জানতে তদন্ত অব্যাহত আছে।

চাটগাঁ নিউজ/এইচএস/এমকেএন

Scroll to Top