কক্সবাজার সৈকতে নিখোঁজ মুশফিকের ভাতিজার লাশ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হওয়া মোহাম্মদ আহনাফের (১৭) মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৬টা ১০ মিনিটে সমিতি পাড়া ১নং ওয়ার্ডের প্রথম গলি সংলগ্ন সাগরে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

আহনাফ বগুড়ার শরিফুল ইসলামের ছেলে এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের বড় ভাইয়ের শ্যালিকার সন্তান।

এর আগে গতকাল রবিবার দুপুর আড়াইটার দিকে বন্ধুদের সঙ্গে সৈকতে গোসলে নামে আহনাফ। এ সময় তিনজন পর্যটক ভেসে গেলে লাইফগার্ড টিমের তৎপরতায় দুজনকে উদ্ধার করা হলেও আহনাফ নিখোঁজ ছিল। প্রায় ১৬ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হলো।

কক্সবাজার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিখোঁজের পর থেকে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, লাইফগার্ডসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো উদ্ধার তৎপরতা চালিয়েছে। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এ সমন্বিত প্রচেষ্টা অব্যাহত ছিল।

সি-সেইফ লাইফগার্ডের মাঠ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, আমাদের রেসকিউ টিম বোটসহ দিন-রাত চেষ্টা চালিয়েছে। শেষ পর্যন্ত আজ সকালে মরদেহটি উদ্ধার হয়।

কক্সবাজার বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম বলেন, সোমবার সকাল ৬টায় সৈকতের সমিতি পাড়া এলাকায় একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেন। ওখানে গিয়ে দেখি এটি নিখোঁজ আহনাফের মরদেহ। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এর আগে রবিবার রাতে ক্রিকেটার মুশফিকুর রহিম বলেন, আমরা অনেক চেষ্টা করেছি, ডিসি-প্রশাসনসহ সবাই সহযোগিতা করেছেন। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা।

উল্লেখ্য, গত এক বছরে কক্সবাজার সৈকতে গোসলে নেমে প্রাণ হারিয়েছেন ১২ জন পর্যটক। একই সময়ে ৭৮ জনকে উদ্ধার করেছে সি-সেইফ লাইফগার্ড টিম।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top