পড়া হয়েছে: ৩৭
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন মিরপুরের এক পর্যটক। এসময় মুমূর্ষু অবস্থায় অপর একজনকে উদ্ধার করেন সি-সেইফ লাইফ গার্ড কর্মীরা।
বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় সৈকতের সুগন্ধা পয়েন্টে সজীব হোসেন (২৬) নেছার আহমদ (২৫) গোসলে নামলে ঢেউয়ের তোড়ে তলি যায় ২ জন। পরে সৈকতে থাকা সি-সেইফ লাইফ গার্ড কর্মীদের খবর দিলে তারা নেছার আহমদকে উদ্ধার করতে পারলেও এখনো নিখোঁজ সজীব।
নিখোঁজ সজীব হোসেন ঢাকার মিরপুর ১১ এর বাসিন্দা। তারা ৮ বন্ধু মোটর বাইক রাইড করে গতকাল কক্সবাজারে পৌঁছান। আজ দুপুরের খাবার খেয়ে সৈকতে নামলে এই দুর্ঘটনা ঘটে বলে জানান নেছার।
নিখোঁজের পর ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড কর্মীরা সৈকতের বিভিন্ন পয়েন্টে খোঁজাখুঁজি করে। অন্যদিকে সজীবকে উদ্ধার করতে তার বন্ধুদের তৎপরতাও দেখা যায়।
চাটগাঁ নিউজ/আছহাব/এআইকে