ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও র’ প্রথম সাহিত্য সম্মেলনে কক্সবাজার ভূ-রাজনীতি,উন্নয়ন ও সম্ভাবনা বইয়ের মোড়ক উন্মোচন করেন, দেশ বরেণ্য শিক্ষাবিদ ফেনী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড প্রফেসর ড, মোস্তফা কামাল।
শনিবার সকালে সাহিত্য সম্মেলনের মোড়ক উন্মোচন পর্বে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা নির্বাহী অফসার সুবল চাকমা, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী, কক্সবাজার সাহিত্য একাডেমির সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম, ইন্জিনিয়ার বদিউল আলম, শিক্ষাবিদ গিয়াস উদ্দিন ও মমতাজ উদ্দিন মহসীন। মোহাম্মদ নুরুল হক নুরের লেখা কক্সবাজার ভূ-রাজনীতি,উন্নয়ন ও সম্ভাবনা বইটি প্রকাশ করেছে গাজী প্রকাশনী।
আজাদ মনছুরের পরিচালনায় সম্মেলনের আহ্বায়ক মনির ইউছুফ বলেন, সবসময়ই মানুষের মুক্ত চিন্তার প্রকাশকে শ্রদ্ধা জানায়। এই বইটিতে নানামুখী ভাবনার সমন্বয় ঘটেছে।
সাহিত্য সম্মেলনে প্রবন্ধ পাঠ করেন জাহাঙ্গীর মোহাম্মদ। সম্মেলনটি সার্বিক সমন্বয় করেন ঈদগাঁহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাত, সাংবাদিক কাফি আনোয়ার , ইমাম খাইর ও হুমায়ূন আজাদ ছিদ্দিকী।