কক্সবাজার পৌরসভায় ভেসে এলো নিখোঁজ চবি ছাত্রের মরদেহ

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী আসিফ আহমেদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (৯ জুলাই) সকালে কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের সমিতিপাড়াস্থ সৈকতে মরদেহটি ভেসে আসে। খবর পেয়ে মরদেহটি শনাক্ত করেছেন আসিফের বড় ভাই। তিনি বগুড়া জেলার দক্ষিণ নারুলীর রফিকুল ইসলামের ছেলে।

এছাড়া বিষয়টি  নিশ্চিত করেছেন কক্সবাজার টুরিস্ট পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুল মুকিত ও কক্সবাজার বীচ কর্মীদের ইনচার্জ মাহবুব।

তারা বলেন, শহরের সমিতিপাড়ার সৈকতের পাশে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে নিহত আসিফের বড় ভাই এসে মরদেহটি শনাক্ত করেন। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় নিখোঁজ আরেক শিক্ষার্থী অরিত্রকে উদ্ধারে অভিযান চলমান।

এর আগে, মঙ্গলবার (৮ জুলাই) সকালে কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে গোসল করতে নেমে প্রবল স্রোতেন টানে তলিয়ে যান চবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থী। তারা হলেন—অরিত্র হাসান, আসিফ আহমেদ ও কে. এম. সাদমান রহমান সাবাব।

মঙ্গলবার সকালেই সাবাবের মরদেহ উদ্ধার করা হয়। সাবাবের বাড়ি রাজধানী ঢাকার মিরপুরে। তার মরদেহ গতকাল রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন অরিত্র হাসান নামে আরো এক শিক্ষার্থী। তিনি বগুড়া জেলার ঠনঠনিয়া দক্ষিণ পাড়ার মো. আমিনুল ইসলামের ছেলে।

এদিকে প্রতিভাবান তিন তরুণের এমন মৃত্যুর ঘটনায় তাদের পরিবারের পাশাপাশি সহপাঠীদের মাঝেও শোকের ছায়া নেমে এসেছে। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাদের জন্য গায়েবানা জানাযার নামাজের আয়োজন করেছে শিক্ষার্থীরা।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top