সেলিম উদ্দীন, ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজার সদর উপজেলা থেকে আলাদা হয়ে ফুটবলে সদরকে টেক্কা দিল নবাগত ঈাগাঁও উপজেলা। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে নব-গঠিত ঈদগাঁও উপজেলা ফুটবল দল টাইব্রেকারে ফেভারিট সদর উপজেলা ফুটবল দলকে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে নবগঠিত ঈদগাঁও উপজেলার ফুটবল শক্তি দেখে তাজ্জব বনে গেছে স্টেডিয়ামে উপস্থিত হাজার পাঁচেক দর্শক। তিন বিদেশি রিক্রুট সমৃদ্ধ ঈদগাঁও’র লড়াকু ফুটবলাররা ম্যাচের নির্ধারিত সময় টপ ফেভারিট স্বাগতিক সদর উপজেলা ফুটবল দলকে ১-১ গোলে ড্র করতে বাধ্য করে। ফলে ম্যাচ টাইব্রেকারে গড়ায়। এতে ঈদগাঁও’র গোলরক্ষক শাহজাহান সদরের মোশাররফ ও আইভরিকোস্টের গেস এর শট ঠেকিয়ে দিয়ে ঈদগাঁওকে ইতিহাসের বড় জয় উপহার দেয়।
এর আগে প্রথমার্ধের শেষ সময়ে সদরের হয়ে মাঠে নামা নাইজেরিয়ান আনাসের গোলবার লক্ষ্য করে নেয়া শট ঠেকাতে গিয়ে ডি-বক্সে হ্যান্ডবল করে বসে ঈদগাঁও’র এক ডিফেন্ডার। সাথে সাথে রেফারির পেনাল্টি বাঁশি। আর তাতে আনাসই গোল করে সদরকে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের চার মিনিটে থ্রু ইনের বলে ব্যাক হিলে গোল করে ঈদগাঁওকে ১-১ গোলে সমতায় নিয়ে আসে ১৮ নম্বর জার্সিধারী রাশেদ।
অবশ্য প্রথমার্ধের মাঝামাঝি সময়ে সদরের আনাসের নেয়া চমৎকার ফ্রি কিকের বল ঈদগাঁও’র গোলবার কাঁপিয়ে মাঠের বাইরে না গেলে ম্যাচের ফলাফল অন্যরকম হতো। পুরো ম্যাচে ঈদগাঁও এর চাইতে বেটার ফুটবল খেলেও সাঈফ, আনাসদের গোল মিসের মহড়ায় সদরকে বিদায় নিতে হলো।
এদিকে ম্যাচ শেষে ঈদগাঁও উপজেলার জয়ের নায়ক, ম্যাচ সেরা গোলরক্ষক শাহজাহানের হাতে পুরস্কার তুলে দেন সদর-ঈদগাঁও’র দায়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মুনমুন পাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকী, প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির, টুর্ণামেন্ট কমিটির সদস্য সচিব হারুন অর রশিদ, কক্সবাজার সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক সিদ্দিক আহমেদ।