কক্সবাজারে হোটেল থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

সিপ্লাস ডেস্ক: কক্সবাজার শহরের একটি হোটেল কক্ষ থেকে আওয়ামী লীগ নেতা সাইফুদ্দিনের (৪৫) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ১১টায় শহরের হলিডে মোড়ে অবস্থিত হোটেল সানমুনের ২য় তলার ২০৮ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাইফুদ্দিন শহরের ঘোনারপাড়া ৯ নং ওয়ার্ডের আবুল বশরের ছেলে ও কক্সবাজার পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক।

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার রাতে হোটেলে ওঠেন আওয়ামীলীগ নেতা সাইফুদ্দিন। কিন্তু সকালে হোটেলের কর্মীরা কক্ষের ভেতরে কারো সাড়া শব্দ না পেয়ে ভেতরে ঢুকে এবং খাটে শোয়া অবস্থায় সাইফুদ্দিনের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।

কক্সবাজার সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, সাইফুদ্দিন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও খুনীদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Scroll to Top