ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ও চৌফলদন্ডী সেতুর মোহনায় পল্লনখালী খাল থেকে একটি অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। তিনি ঈদগাঁওয়ের ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী ডুলা ফকির রাস্তার মৃত ইউসুফ আলীর ছেলে মোহাম্মদ কালু (৪২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোরে স্থানীয়রা খালে মরদেহটি ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। সেখানে গিয়ে নিহতের বড় ভাই সাহাব উদ্দিন লাশ শনাক্ত করেন। কালু শহরের লালদীঘির পাড় এলাকার একটি আবাসিক হোটেলে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
খুরুশকুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য জানে আলম বলেন, ভোরে জোয়ারের সময় একটি মরদেহ ভেসে আসতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ কল করেন। উদ্ধার সময় মরদেহের পরনে ছিল লাল-কালো হুডি ও কালো প্যান্ট।
নিহতের স্ত্রী শাহানা আকতার জানান, বুধবার সকাল ১১টায় তার সঙ্গে শেষবার কথা হয়েছিল, তখন সবকিছু স্বাভাবিক ছিল। হঠাৎ কীভাবে তিনি খুরুশকুল এলাকায় পৌঁছালেন এবং তার মৃত্যু হলো, তা পরিবার জানে না।
নিহতের ভাই সাহাব উদ্দিন জানান, তার ভাইয়ের কোনো শত্রু ছিল না।
তদন্ত কর্মকর্তা ও সদর থানার এসআই সঞ্জীব কুমার পাল জানান, প্রাথমিকভাবে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
কক্সবাজার সদর থানার ওসি ছমিউদ্দিন বলেন, ঘটনার সঙ্গে কারো জড়িত থাকার বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি এবং পরিবার থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
কক্সবাজার শহরের ব্যস্ত এলাকায় কর্মরত একজন ব্যক্তি কিভাবে নির্জন খালের মোহনায় পৌঁছালেন, তা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।
চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন






