চাটগাঁ নিউজ ডেস্ক : কক্সবাজারের রামু রেললাইন থেকে মামুন নামে এক যুবকের হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (৭ জুলাই) সকাল ১০ টার দিকে রশিদ নগর খাদেম পাড়া থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসীর ধারণা মামুনকে হত্যা করে রেললাইনে ফেলে যায় দুর্বৃত্তরা।
নিহত মামুন কক্সবাজার সদরের খরুলিয়া ঘাটপাড়া এলাকার মৃত নবী হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে রামু থানার ওসি আবু তাহের বলেন, সকালে এলাকার লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি থানায় এনে সুরতহাল রিপোর্ট শেষে মর্গে প্রেরণ করে। তিনি বলেন, নিহতের শরীরে বড় কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মামুনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে রামু প্রতিনিধি কফিল উদ্দিন জানান, রবিবার সকালে কাদমরপাড়া এলাকায় রেল লাইনের পাশে অজ্ঞাতনামা পুরুষ (৩০) এর হাত-পা বাঁধা লাশ স্থানীয় লোকজন দেখতে পেয়ে খবরটি রামু থানা পুলিশকে জানায়। পরে তার পরিচয় পাওয়া যায়। স্থানীয়রা ধারনা করছেন বা কেউ মেরে ফেলে ডাম্পিং করে রেখে চলে গিয়েছে।
ঝিলংজা ৮নং ওয়ার্ডের মেম্বার আবদুর রশিদ বলেন, নিহত যুবকের নাম মোহাম্মদ মামুন। সে কক্সবাজার সদরের ঝিলংজা খরুলিয়া ঘাটপাড়ার মৃত মোহাম্মদ নবীর বড় ছেলে।
মামুনের চাচাতো ভাই মোহাম্মদ সেলিম বলেন, শহরের ঝাউতলা এলাকায় ভিশন শো-রুমে মামুন কর্মরত ছিলেন। শনিবার রাত ৮ টায় শো-রুম বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সে। কিন্তু রাত ১২ টার পরও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা মুঠোফোনে কল দিয়েও সংযোগ বন্ধ পাওয়া যায়।
পরে রাতভর বিভিন্ন জায়গায় তার খোঁজ নিয়েও পাওয়া যায়নি। আজ সকালে তার নিখোঁজের বিষয়ে সদর মডেল থানায় একটি জিডি করে পরিবার। জিডি করার পর খবর আসে রামু রশিদ নগর এলাকার রেললাইনের পাশে মামুনের মরদেহ উদ্ধার করা হয়। এটি আসলে পরিকল্পিত হত্যাকান্ড। আমরা মামুন হত্যার বিচার চাই।
চাটগাঁ নিউজ/এসআইএস