কক্সবাজারে মাইন বিস্ফোরণ: এক জেলের পা বিচ্ছিন্ন

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজার-মিয়ানমার সীমান্তে নাফ নদীর তোতার দ্বীপ এলাকায় মাছ শিকারে গিয়ে মাইন বিস্ফোরণে বাংলাদেশি এক জেলের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ রোববার (৬ এপ্রিল) দুপুরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত বাংলাদেশি সেই জেলের নাম ফিরোজ। তিনি টেকনাফ উপজেলা হোয়াইক্যং ইউনিয়নের আমতলী এলাকার বাসিন্দা। উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ দুপুরের দিকে হোয়াইক্যং বিওপির আওতাধীন দক্ষিণ-পূর্ব দিকের জলসীমা শূন্য লাইন থেকে মিয়ানমার জলসীমায় আনুমানিক ১০০ গজ ভেতরে মাছ শিকারে গিয়েছিলেন ফিরোজ।

এ সময় সেই জায়গায় পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরণ হয়ে তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত জেলেকে উদ্ধার করে উখিয়া কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠানো হয়।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top