কক্সবাজারে বিমান ঘাঁটির কাছে সংঘর্ষ, নিহত ১

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটির কাছে সংঘর্ষের মধ্যে অন্তত একজন গুলিতে নিহত হয়েছেন।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিমান ঘাঁটি সংলগ্ন সমিতি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর –আইএসপিআর এক সংক্ষিপ্ত বার্তায় বলেছে, “বিমান বাহিনীর ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের উপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।”

সেখানে হতাহতের কোনো তথ্য দেওয়া না হলেও একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ।

তিনি বলেন, “আমি যতটুকু জেনেছি, সেখানে বিমান বাহিনীর গুলিতে একজন মারা গেছে, আরো একজন আহত হয়েছে। অ্যাম্বুলেন্সে করে ওরাই তাদের নিয়ে গেছে।”

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top