চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজার সৈকতের সুগন্ধা ও লাবণী পয়েন্টে বিশেষ অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী ও পর্যটক হয়রানিকারীসহ মোট ৯ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন অপরাধে জড়িত নারী ও পুরুষ রয়েছে। তাদের মধ্যে অন্যতম হলো: পর্যটকদের কাছে আতঙ্ক সৃষ্টিকারী ‘বোরকা বাহিনী’র তিনজন সদস্য (হিজড়া), দুইজন পেশাদার ছিনতাইকারী এবং ঝাউবাগানের তিনজন ভাসমান অপরাধী। এছাড়াও, পর্যটক হয়রানির অভিযোগে এক কিট-কট ব্যবসায়ীও গ্রেপ্তার হয়েছেন।
অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, ‘কমিটেড টু প্রটেক্ট এন্ড প্রাউড টু সার্ভ’ এই মূলমন্ত্রকে ধারণ করে ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। বিপুল সংখ্যক পর্যটকের আগমন উপলক্ষে নিয়মিত এই অভিযান চালানো হচ্ছে এবং অপরাধ দমনে কঠোর নজরদারি অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
চাটগাঁ নিউজ/এমকেএন