কক্সবাজারে পচা খাবার বিক্রি, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজার সদর উপজেলায় ভোক্তা অধিকার ও জনস্বাস্থ্য সুরক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে এক লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাস টার্মিনাল ও লিংক রোড এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা সুলতানার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা প্রদান করে।

অভিযানে আল্লারহ দান ফুড অ্যান্ড বেকারি (লিংক রোড) ৪০ হাজার টাকা, ক্যাফে নূর জাহান রেস্টুরেন্ট (বাস টার্মিনাল) ৫০ হাজার টাকা, সিয়াম রেস্টুরেন্ট (বাস টার্মিনাল) ২০ হাজার টাকা, খাবার বাড়ি হোটেল (বাস টার্মিনাল) ২৫ হাজার টাকা, ভাই ভাই স্টোর (বাস টার্মিনাল) ১০ হাজার টাকা।

ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা জানান, রেস্তোরাঁগুলোতে পচা ও বাসি খাবার পরিবেশন, এবং রান্নাঘরে চরম অপরিচ্ছন্নতা পাওয়া গেছে। অন্যদিকে, ভাই ভাই স্টোর নামক দোকানে প্রকাশ্যে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন প্রদর্শন করা হচ্ছিল, যা আইনত দণ্ডনীয় অপরাধ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম বলেন, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। স্বাস্থ্যঝুঁকি তৈরি করে এমন খাবার পরিবেশন বা তামাকজাত দ্রব্যের প্রচারণা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা মনে করছেন, নিয়মিত নজরদারি ও আইনের কঠোর প্রয়োগে শহরে ভেজাল ও নিম্নমানের খাবার বিক্রি কমবে এবং জনস্বাস্থ্য সুরক্ষিত হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top