কক্সবাজারে দুর্বৃত্তদের হামলায় যুবকের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজার সদর উপজেলায় দুর্বৃত্তদের হামলায় আমজাদ হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের নতুন মহাল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে অজ্ঞাত সন্ত্রাসীরা হঠাৎ এক যুবকের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আমজাদ নামের ওই যুবক গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে জানালে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছে লাশ উদ্ধার করে। নিহত আমজাদ হোসেন সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনের ছোট ভাই। তার মৃত্যুতে পরিবারসহ স্বজনরা শোকাহত হয়ে পড়েছেন।

ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার কারণ ও পেছনের পরিকল্পনা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন চলছে।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top