কক্সবাজারে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

চাটগাঁ নিউজ ডেস্ক: টেকনাফ-কক্সবাজার প্রধান সড়কের হ্নীলা আলীখালীর রাস্তার মাথায় মাছবাহী ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহতের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১টা ৪০ এর দিকে আলীখালী রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

এতে সিনএনজি অটোরিকশা চালক হ্নীলা মৌলভীবাজার এলাকার সেলিমের পুত্র ফারুকসহ একজন যাত্রী ঘটনাস্থলে নিহত হন।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ইনচার্জ (পরিদর্শক) নুরুল আবছার বলেন, আলীখালী রাস্তার মাথায় মাছবাহী ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দু’জন নিহত হয়েছেন। হোয়াইক্যং হাইওয়ে পুলিশের টিম ঘটনাস্থলে আছে। গাড়ী জব্দ করা হবে এবং ২০১৮ সালের সড়ক ও পরিবহন আইন অনুযায়ী মামলা রুজু করা হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top